আমি নীলাকাশ দেখিনি
দেখিনি জ্যোছনাও,
আমার থিতু কষ্টগুলো
অশ্রু হয়ে ঝরে পরেনি কখনো।
দু:খ আমায় ছেয়ে ফেলে
আমি দু:খ আড়াল করি,
মেঘলা রাতের চাঁদের মতো
মেঘ কেটে পথ চলি।
বুকের মাঝে এক সমুদ্দর
চোখের তারায় সুখের হাসি,
আঘাত দেয় যে জন
ফিরে ফিরে তারেই ভালবাসি।