স্বাধীনতা মানে আমার মায়ের মুখের হাসি,
স্বাধীনতা মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
স্বাধীনতা মানে  পাতাঝরা দিন শেষে কৃষ্ণচূড়ার লাল,
স্বাধীনতা মানে অনেক ত্যাগের উনিশ'শ একাত্তুর সাল।
স্বাধীনতা মানে প্রথম সকাল, রাত্রির শেষ,
স্বাধীনতা মানে অনেক কষ্টে পাওয়া আমার সোনার বাংলাদেশ।
স্বাধীনতা মানে ভরা ক্ষেতে কৃষকের হাসি,
স্বাধীনতা মানে স্বাধীন দেশে রাজাকারের ফাসি।
স্বাধীনতা মানে মায়ের মুখে  শেখা বুলি,
স্বাধীনতা মানে জীবনের ক্যানভাসে স্বপ্নের রংতুলি।
স্বাধীনতা মানে অনেক স্বপ্নে বোনা একটি লাল বেনারসি,
স্বাধীনতা মানে একজনের দোষে দু'জনেই সমান দোষী।
স্বাধীনতা মানে ক্লান্ত প্রবাসির  চোখে দেশের ছায়া,
স্বাধীনতা মানে দূর অতীতে ফিরে ফিরে চাওয়া।
স্বাধীনতা মানে কাঠফাটা দুপুরে পুকুরের জলে ডুবঝাপ,
স্বাধীনতা মানে টিনের চালে বৃষ্টি ফোটার টুপটাপ।
স্বাধীনতা মানে মেঠো পথে হেটে চলা,
স্বাধীনতা মানে হৃদয়ের কথা বলা।
স্বাধীনতা মানে সাত সমুদ্রের ঢেউ,
স্বাধীনতা মানে আত্মায় মিশে একাকার হয়ে আছে কেউ।
স্বাধীনতা মানে বন্ধুত্বের আড্ডায় আমি অন্যতম,
স্বাধীনতা মানে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা মধুরতম।
স্বাধীনতা মানে  শরতের কাশফুল,
স্বাধীনতা মানে মেঘ বালিকার দীঘল কালে চুল।
স্বাধীনতা মানে নিশিরাত বাকা চাঁদ,
স্বাধীনতা মানে তোমায় দেখার সাধ।
স্বাধীনতা মানে কৈশরের প্রথম ভুল,
স্বাধীনতা মানে বিদ্রোহী কবি নজরুল।
স্বাধীনতা মানে একটুকরো চাঁদের আলো,
স্বাধীনতা মানে সবটাই ভালো।
স্বাধীনতা মানে কচিমুখে ছড়াগান,
স্বাধীনতা মানে রোদজ্বলা দুপুরে কোকিলের কহুতান।
স্বাধীনতা মানে খোদার দান অফুরান,
স্বাধীনতা মানে নতুন কুড়ি,নতুন প্রাণ।