জীবনের সংগ্রামে আমি হেরে যাই
হারিয়ে ফেলেছি আমি বাঁচার উপায়
নিরাপত্তাহীন আমি এই দুনিয়ায়
জীবন পথের মাঝে সবই হারায়।

কখনো আমাকে কেউ দেয়নি তো ঠাঁই
কোথাও কখনো আমি সম্মান না পাই
হিংসা নেই মনে তাই সবাই ঠকায়
চেনা লোক দেখি শুধু রূপ বদলায়।

অবুঝ মনের ব্যথা কিভাবে বোঝায়
নয়নের অশ্রু ঝরে ব্যথা বেদনায়
মনের গভীরে কালো মেঘ জমে যায়
নীরবে নিভৃতে আজ কান্না করি তাই।

আজব ধরায় সব বিলীন হয়ে যায়
সুখ শান্তি বাস করে দূর সীমানায়।