কখনো কি ভোলা যায় সুখের সেদিন?
স্মৃতি হয়ে থেকে যাবে হবে না বিলীন।
পঠনে মন না দিয়ে করতাম মজা;
কত অজুহাত দিয়ে বাঁচাতাম সাজা।
বন্ধুদের সাথে নিয়ে কাটত সময়;
মনে হতো এ সময় যেন না ফুরায়।
সর্বদা বাজত মনে সুখের সঙ্গীত;
সময়ের সাথে আজ সবই অতীত।
সাক্ষী ছিল বোর্ড বেঞ্চ সাক্ষী ছিল মাঠ;
সাক্ষী ছিল স্কুল ঘর সাক্ষী পথ ঘাট।
হাসি আড্ডা জমে যেতো রোজ বারান্দায়;
মনে পড়ে দিন গুলো এখনও হাসায়।
কত হাসি কত মজা হতো সারাক্ষণ;
বড়ই সুখের ছিল স্কুলের জীবন।