ভাই তুই জানিস না কত যে আপন;
জানি শুধু আমি আর আমার এ মন।
মনে পড়ে যায় সেই শৈশবের দিন;
সুখের সে স্মৃতিগুলি ভোলা যে কঠিন।

সারাক্ষণ কেটে যেত খুশির মেজাজে;
মনে পড়ে দিন গুলি গোধূলির মাঝে।
সবাইকে ভুলে গিয়ে করে দিলি পর;
তুই ছাড়া মনে হয় শূন্য বাড়ি ঘর।

সূর্য ওঠে ডুবে যায় দেখি রোজ রোজ;
তবুও নিস না তুই আমাদের  খোঁজ।
রামধনু দেখে কেন তুই ছুটে যাস;
পিছনে রয়েছে দেখ মেঘের আকাশ।

পিতামাতার ভরসা তুই ভবিষ্যৎ;
তোকে নিয়ে পাড়ি দেবে তারা যাত্রাপথ।

© উম্মে সালমা খাতুন
২৮শে অক্টোবর, ২০২৪।