পিতার ঘরে জন্ম নিয়ে
অন্যের বাড়ি যায়।
নিজের কষ্ট লুকিয়ে সে
অপরকে হাসায়।
সবার জন্য সব করে সে
নিজ সত্তা হারায়।
জন্মদাতা পিতামাতা
দেয়না তারে ঠাঁই।
দায় দায়িত্ব পালন করেও
হয় না তবু ভালো।
দাম কখনো পায় না সে
যদি সে হয় কালো।
দিনশেষে শোনে যদি
করেছো তুমি কী?
কত কষ্ট পায় যে সে
কেউ জানে কি?
এ জগতে বোঝেনা কেউ
মেয়েদের মন।
সব কিছু ত্যাগ করা
- এটাই কি জীবন?