আজো কত ঝলমলে নানাদের ঘর;
আনন্দের সাথে কাটে প্রতিটি প্রহর!
কত হাসি কত মজা হয় সারাদিন;
সুখের মূহুর্তগুলো হবে না মলিন।
আত্মীয় স্বজন আর এই পরিবার;
মিলে মিশে সকলেই হয় একাকার।
সকলের জন্য হয় কত আয়োজন;
হাসিতে খুশিতে ভরে সকলের মন।
আকাশের নূর যেন নেমে আসে ঘরে;
শিশুরাও একসাথে কোলাহল করে।
সুখের সময় গুলো র'বে স্মৃতি হয়ে;
বড় যত্নে রেখে দেবো আমার হৃদয়ে।
দোয়া করে যায় আমি সকলের তরে;
আল্লাহর রহমত যেন সদা ঝরে।
উম্মে সালমা খাতুন
২রা নভেম্বর, ২০২৪।