ফিরে এসো প্রিয়তম আমার জীবনে;
তোমাকেই বারে বারে পড়ে শুধু মনে।
মধুমাখা স্মৃতিগুলো আজো বেঁচে আছে;
মনে হয় যায় ছুটে তোমারই কাছে।
ভুলগুলো একবার ক্ষমা করে দাও;
আবার আমাকে তুমি কাছে টেনে নাও।
হৃদয় কাঁচের মতো ভেঙে খান খান;
তুমি ছাড়া কে বুঝবে হৃদয়ের টান।
খাঁচার ভিতরে আমি বাঁধা যে শিকলে;
চারিদিকে শূন্য দেখি মাটি নেই তলে।
নীরবে নিভৃতে কাঁদে আমার এ মন;
মনে হয় বেছে নিই মরণের ক্ষণ।
বসে আছি পথ চেয়ে তোমারই জন্য।
তোমার সোহাগ পেলে আমি হব ধন্য।
© উম্মে সালমা খাতুন।
রচনাকাল: ১৭ই সেপ্টেম্বর, ২০২২।