হৃদয়ে বাজে না আর খুশির সঙ্গীত;
সময়ের সাথে আমি হবো যে অতীত।
বেদনার পাখি ওড়ে মনের আকাশে।
আপদে বিপদে কেউ থাকেনা যে পাশে।
নিসঙ্গের যন্ত্রণাটি রেখেছে যে ঘিরে।
মনে হয় শৈশবে আমি যায় ফিরে।
সঙ্গীহীন পাখি হয়ে উড়ে চলি আমি।
আমার দুঃখ জ্বালা জানে অন্তর্যামী।
সারাক্ষণ ধেয়ে আসে শুষ্ক মরু ঝড়।
জীবনটা মনে হয় যেন বালুচর।
মনের আকাশে জমে মেঘের পাহাড়।
চারিদিক মনে হয় ঘন অন্ধকার।
মরীচিকা হয়ে আসে সুখের সে দিন।
অবশেষে বুঝি আমি বাস্তব কঠিন।
© উম্মে সালমা খাতুন
২০শে অক্টোবর, ২০২৪।