মা হওয়া নয় কো সোজা;
বইতে হয় কষ্টের বোঝা।
কে বুঝবে মায়ের ব্যাথা;
কে শুনবে তার মনের কথা।
মৃত্যুর সঙ্গে লড়াই করে;
হাসি ফোটায় সবার ঘরে।
ছোট্ট সোনার মুখ দেখে;
মায়ার বাঁধনে বেঁধে রাখে।
দশ মাস দশ দিন ধরে
কত বেদনা সহ্য করে।
সন্তান কে জন্ম দিয়ে
সব কষ্ট ভুলে গিয়ে।
খুশিতে ভরে প্রতিটি মায়ের মন;
এটাই তো প্রকৃত মায়ের জীবন।