বাবুসোনা তুমি এক সুগন্ধ গোলাপ;
সুবাসে সুবাসে ভরা আমাদের ঘর।
তোমার হাসিতে দেখি প্রশান্তির ছাপ;
তুমি যদি কেঁদে ওঠো মনে লাগে ডর।
মা মা বলা ডাক শুনে কষ্ট ভুলে যাই;
তোমার অস্পষ্ট শব্দে খুশী হয় মন।
হারিয়ে অনেক কিছু পেয়েছি তোমায়;
কথা দিচ্ছি র'ব পাশে সারাটি জীবন।
আমাদের ছোট্ট সোনা নাম রায় হান;
দিবানিশি খেলা করে ভরে যায় মন।
আল্লাহ দিয়েছে তোফা তিনি যে মহান;
তোমাকে পেয়েছি তাই ধন্য এ জীবন।
দোয়া করি বড় হও সৎ পথে থাকো।
বিপদের ক্ষণে তুমি আল্লাহকে ডাকো।
©উম্মে সালমা খাতুন
রচনাকাল: ২৩শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।
* আমি কবিতাটি আমাদের স্নেহের সন্তান রায়হানকে উৎসর্গ করেছি।