সবুজে সবুজে ঘেরা আমাদের গ্রাম
লোকজন মিলেমিশে যেথা বাস করে।
উৎসবে পর্বে হয় কত ধূমধাম;
আপদে বিপদে লোকে চলে হাত ধরে।
কত লোক কাজ করে নাতিদূর মাঠে;
বধূরা আনিতে জল সরোবরে যায়।
মহাসুখে সারাদিন চাষী ধান কাটে;
গবাদি পশুরা মাঠে চরে ঘাস খায়।
অপরাহ্নে বালকেরা মাতে ফুটবলে;
ছোট ছোট ছেলেমেয়ে একসাথে খেলে।
মরাল মরালী ভাসে পুকুরের জলে;
বেলাশেষে নীড়ে ফেরে পাখি ডানা মেলে।
কোথায় হারিয়ে গেল সেই ছেলেবেলা?
স্মৃতিগুলো আজো বেঁচে করে যায় খেলা।
© উম্মে সালমা খাতুন
রচনাকাল:২৬শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।