চেনা পথ ঘাট  লাগে  বড়ই অচেনা
চেনা মানুষের কাছে হয়েছি অজানা
কেটেছে সময় যেথা কুড়িটা বছর
আজ যেন হয়ে গেছি আমি কত পর

বন্ধু বান্ধব সবাই যেন এক স্মৃতি
সময়ের ব্যবধানে হয়েছি অতিথি
দেখি আজো গাছেরাও আছে অপেক্ষায়
আমার আসার পথে স্বাগত জানায়

সবুজ মাঠের পথে এলাম যখন
দুচোখের কোণে অশ্রু ঝরছে তখন
স্মৃতিগুলো বারবার দোলা দিয়ে যায়
সবুজ মাঠের পথে মিষ্টি হাওয়ায়

হায়রে সময় কেন এত ই নিঠুর
আজ আমি সব ছেড়ে আছি বহুদূর