মিষ্টি ফুলের গন্ধ তুমি
তুমি আশার আলো।
তোমার মুখের মধুর হাসি
মনকে করে ভালো।
হাসিমাখা মুখটি দেখে
ব্যথা ভুলি আমি।
তোমায় পেয়ে কত খুশি
জানে অন্তর্যামী।
কত কথা বলো তুমি
কুহু কুহু সুরে।
উঁচু স্বরে শুনলে কথা
দাও কান্না জুড়ে।
ছোট ছোট হাত পা দিয়ে
করো কত খেলা।
তোমায় দেখে বসে যেন
কত পরীর মেলা।
তোমাকে দিয়ে সাজাবো
ছোট একটি বাগান।
পাখিরাও গেয়ে যাবে
মধুর সুরে গান।
সোনা তুমি মনে রেখো
তুমি একটি নারী
তুমি ছাড়া গুরুত্বহীন
প্রতিটি ঘর ও বাড়ি।
রাজকন্যা তুমি যে আমার
নাম খানি আয়েশা।
দুই নয়নের স্বপ্ন তুমি
তুমি আলোর দিশা।
© উম্মে সালমা খাতুন
১৬ই অক্টোবর, ২০২৪।