প্রথম শিক্ষক তুমি, নানা যে আমার;
জ্ঞানের আলোকে দূর হয়েছে আঁধার।
জীবনের অর্থ গুলি বুঝেছি যে আমি;
তুমি কত মূল্যবান জানে অন্তর্যামী।
ছেলেবেলা কাটিয়েছি তোমার ছায়ায় ।
তোমার সমান কারো খুঁজে নাহি পাই।
নিয়ত তোমার উক্তি খুব মনে পড়ে;
কখনো পড়নি ভেঙে জীবনের ঝড়ে।
করেছো সর্বদা তুমি পরামর্শ দান;
তাইতো তোমার আমি করি গুনগান।
জীবনের সুখে দুখে পাশে আছো তুমি;
তোমার বিদায়কালে সরে যাবে ভূমি।
কখনো হবেনা শোধ তোমার ঐ ঋণ;
আমার অন্তরে তুমি র'বে চিরদিন।