তোর কথা বার বার আজ পড়ে মনে;
মাঝে মাঝে দেখা দিস নিশিতের স্বপ্নে।
কতদিন দেখিনি যে সেই হাসি মুখ
আমাদের ছেড়ে তুই খু্ঁজেছিস সুখ।

বন্ধু হয়ে পাশে ছিলি আদরের বোন;
দুই সখী বলতো যে কত লোক জন।
সর্বদা খুশিতে ছিল তোর ই হৃদয়
বহুদূরে চলে গেলি হয়ে নিরুপায়।

সুস্থ হয়ে থাকিস রে যেখানেই থাক
দুঃখ ব্যাধি সব কিছু ধুয়ে মুছে যাক।
মায়াবী আলোর আভা ছিল তোর মুখে;
আনন্দে মেতে ছিলি তুই বড় সুখে।

সকলের প্রিয় তুই মহলের রানি;
মুছে যাক আছে যত জীবনের গ্লানি।