বটবৃক্ষ হয়ে আছো আমাদের কাছে
তোমার ছায়ায় তলে কত কেউ বাঁচে
দুঃখের সময় এলে তোমাকেই খোঁজে
বিপদের ঢাল হয়ে আমাদের মাঝে

পূর্ণিমার চাঁদ হয়ে কর জ্বলজ্বল
তুমি ছাড়া আমাদের জীবন অচল
গরীবের দান কর সবকিছু দিয়ে
হাজারো কষ্টের মাঝে পড়ো না ঝিমিয়ে

দাওয়াত দাও তুমি দ্বীনের ই পথে
নমনীয় কথা বল সবারই সাথে
ভালোবাসা দিয়ে মোড়া মনের কুটিরে
চিরদিন তুমি রবে মনের গভীরে

দোয়া করি সদা তাই মন প্রাণ দিয়ে
মহান আল্লাহ দিক হায়াত বাড়িয়ে