কেন তুমি ব্যথা দাও
           ওগো প্রিয়তম!
খুঁজেও পাব না জানি
             তোমারই সম।

তুমি ছিলে সুখ পাখি
             আমি তার নীড়।
কাছে নেই তুমি তাই
              শূন্য নদীতীর।

বলো তুমি প্রিয়তম
         কোথায় হারালে।
আঁখি বেয়ে অশ্রু নামে
        লোকের আড়ালে।

দিয়েছিলে কেন তুমি
       অতি ভালোবাসা?
স্বপ্নগুলি ভেঙে গেল
        মুখে নেই ভাষা।

দূরে তুমি চলে গেলে
           করে দিয়ে পর।
সারাক্ষণ বহে মনে
           বিষাদের ঝড়।

সব আছে পৃথিবীতে
            নেই শুধু তুমি।
জীবনটা মনে হয়
            ধূ ধূ মরুভূমি।

তুমি ছাড়া আমি আজ
              বড় অসহায়।
তোমাকেই আজো আমি
          ভালোবেসে যাই।


© উম্মে সালমা খাতুন
রচনাকাল: ২ রা মার্চ ২০২২।
কলকাতা, ভারত।