ছোট্ট পরী মিষ্টি পাখি তুমি আমার প্রাণ
সেরা উপহার তুমি আল্লাহর দান
তোমার হাসিতে আমি কষ্ট ভুলে যাই
তোমার ই ছোট্ট মুখে শান্তি ফিরে পায়

তোমার ই মিষ্টি হাসি কত সুখ আনে
রাখবো তোমায় বেঁধে মায়ার বাঁধনে
আমাদের বাগানের তুমি যে গোলাপ
তোমার মাঝেতে পাই প্রশান্তির ছাপ

কত স্বপ্ন দেখে মন তোমায় যে ঘিরে
ফুলের সুবাস ছড়ায় তুমি আমার কুটিরে
পূর্ণিমার রাতের তুমি চাঁদের জোৎস্না
জীবনের মাঝে এক অশেষ প্রেরণা