ক'জন আপন আছে এই দুনিয়ায়?
একটু সুযোগ পেলে লোকেরা ঠকায়।
সততার পথ ধরে হয় না বিচার;
আল্লাহর ভয় মনে আছেই বা কার?

সবাইকে চেনা যায় কঠিন সময়ে;
মানুষকে কষ্ট দেয় অমানুষ হয়ে।
সকলের আছে দাম যদি থাকে টাকা;
অর্থের পিছনে ছোটে সমাজের চাকা।

স্বার্থের দুনিয়া আজ বড়ই কঠিন;
লোকেরা স্বার্থের পিছে ঘোরে রাত দিন।
ভণ্ড সেজে বসে আছে কত লোকজন;
মিথ্যা কথা বলে তারা কাটায় জীবন।

গর্ব করো না কখনো নিজেদের তরে;
সব কিছু মিশে যাবে মাটির ভিতরে।