কোথায় হারিয়ে গেলে পরানের পাখি;
পারি নি রাখতে ধরে তাই দিলে ফাঁকি।
এ মন দুঃখে কাঁদে, কত ঢেউ ওঠে;
পাবো না জেনেও মন ভুল পথে ছোটে।

অবুঝ মনের কথা অশ্রু হয়ে ঝরে;
অকারণে কত বার বুকে ব্যথা ধরে।
একা করে চলে গেলে কি ছিল কারণ?
হয়ে গেছি আমি কত নিশ্চুপ নির্জন।

ফেলে আসা দিনগুলো আমাকে কাঁদায়;
বার বার মনে পড়ে পথ যে হারায়
জমেছে আমার বুকে ব্যথার পাহাড়;
বইতে পারিনা আর বেদনার ভার।

ভুল কি ছিল তোমার ঐ ভালোবাসায়
জড়ালে আমায় কেন প্রেমের মায়ায়।