দিয়েছ আশার আলো হতাশার ক্ষণে;
শিখিয়েছ এ জীবনে ঠিক পথে চলা।
শৈশবের কথাগুলি ভুলি তা কেমনে?
কি সুখে কেটেছে দিন নাহি যায় বলা।
আমার জীবন গড়া তোমার দু'হাতে।
মেটাবো কিভাবে বলো তোমার সে ঋণ?
কাটিয়েছি ছেলেবেলা আদরের সাথে।
দোয়া করি ভালো থাকো বাঁচো বহুদিন।
প্রাণ ভরে ভালোবাসি প্রিয় নানাভাই!
তোমার বচন গুলি গ্রোথিত হৃদয়ে।
সুখে দুঃখে আমি যেন তোমাকেই পাই;
বারে বারে মনে হয় থাকি শিশু হয়ে।
এক দিন এসে যাবে বিদায়ের ক্ষণ।
আজীবন তবু আমি রাখিব স্মরণ।
© উম্মে সালমা খাতুন
রচনাকাল: ২২শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।
* কবিতাটি আমি আমার প্রিয় নানা মীর হানিফ মহম্মদ কে উৎসর্গ করেছি।