অসহায় নারী আমি শুধু আছে মন।
অপরের দয়ায় কি কাটবে জীবন!
নিয়ত বাঁচার জন্য যুদ্ধ করে যাই;
কখনো কারোর কাছে সম্মান না পাই।

জীবনের সংগ্রাম করি চোখ বুজে;
সর্বদা আমার মধ্যে লোকে দোষ খোঁজে।
চারিদিকে অন্ধকার দেখি কালো রাত ।
কখনো কি আসবে না উজ্জ্বল প্রভাত।

নারীদের নেই দাম জেনে গেছি আজ
নারীর ও মন আছে বোঝেনা সমাজ
লাঞ্ছিত বঞ্চিত হয় তারা সারাক্ষণ
নারী ছাড়া অসম্পূর্ণ পুরুষ জীবন

সব কিছু ত্যাগ করা এটা কি জীবন?
কখনো বোঝেনা কেউ অভাগার মন।