আকাশের বুকে দেখি কত মেঘ ভাসে;
চারিদিক ঝকঝকে মিলে নীল সাদা।
মনে হয় পাখি হয়ে উড়ি যে আকাশে;
যেথা খুশি সেথা যাব নেই কোন বাধা।

ধরিত্রী সজ্জিত আজ সবুজ বসনে;
সাধ হয় গান গাই কুহু কুহু স্বরে।
মাঝে মাঝে মনে হয় যাই উপবনে;
যেখানে ভ্রমর মধু খায় প্রাণ ভরে।
        
কখনো বা মনে হয় ফুটি ফুল হয়ে
তোমার মন ও হৃদয়ের বাগিচায়।
ছড়িয়ে মধুর গন্ধ তোমার হৃদয়ে
সার্থক ও ধন্য হবে হৃদয় আমায়।

এ জীবনে তোমাকেই বেসেছি যে ভালো।
তুমিই আমার সুখ, হৃদয়ের আলো।


© উম্মে সালমা খাতুন
রচনাকাল: ২৫শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।