আমি আজ বড় একা কত অসহায়;
চারিদিকে শূন্য দেখি পাশে কেহ নাই।
অসময়ে ধেয়ে আসা কোনো এক ঝড়;
কেড়ে নিল সব কিছু ভেঙে দিল ঘর।
স্বপ্ন হয়ে হাতছানি দেয় রোজ রোজ;
কখনো পায় না আমি তার কোন খোঁজ।
তারে নিয়ে এই মনে ছিল কত আশা;
কখনো বোঝেনা হায় সেই ভালোবাসা।
ভালোবাসা মায়া হয়ে ঘিরেছে আমায়;
তাইতো আমার এ মন কত কষ্ট পায়।
একটুও ভালো নেই আমার হৃদয়;
ভালো আছি বলে তবু করি অভিনয়।
সুখের সে স্মৃতি গুলো এখনো কাঁদায়;
আজো আমি বসে আছি তার অপেক্ষায়।