কালো মেঘ ঘনিয়েছে আকাশের বুকে;
ঝড়ের দাপটে যায় গাছপালা ঝুঁকে।
পৃথিবীতে নেমে আসে তিমির আঁধার;
ভয়ে ভয়ে কত লোক বন্ধ করে দ্বার।
পথ ঘাট ধীরে ধীরে জনশূন্য হয়;
পাখিরা আশ্রয় খোঁজে পায় কত ভয়।
কালো মেঘ ডেকে যায় গুরু গুরু স্বরে;
ঝড়ের প্রকোপে পাতা গাছ থেকে ঝরে।
কৃষকেরা মাঠ থেকে দ্রুত ঘরে যায়;
গবাদি পশুরা ফেরে নিজ আস্তানায়।
বৃষ্টিধারা নেমে আসে ভেজে শুষ্ক মাটি;
তছনছ করে ঝড় ভাঙে কত ঘাঁটি।
কত লোক ঘর ছাড়ে ঝড়ের গতিতে;
কত স্বপ্ন ঝরে পড়ে ক্রুদ্ধ ধরনীতে।
© উম্মে সালমা খাতুন
২৪শে অক্টোবর, ২০২৪।