আমি কল্পলোকের তুলিতে আঁকা
দেখি তোমার বিদ্যুৎপ্রভ রূপ,
তার উপর যেনো লুঠে পড়ছে
তমস্বিনীর তির্যক চন্দ্রপ্রভা,
মুহূর্তেই আমার চপল মন
হারিয়ে যায় বসন্তের বিদ্যুদগর্ভে,
বারিধির তটে তটে ঘটে
ভালোবাসার জলস্ফীতি।
.
ভাবতে ভাবতে একপর্যায়ে
পাড়ি দেই নীলাদ্রী-
দেখি স্বপ্নলোকের চূড়ায়
দাড়িয়ে আছে এক পদ্মিনী ,
গায়ে তাঁর সিক্ত নীলাম্বরী -
ঘুঙুর পায়ের ঝুমুরঝুমুর শব্দে
ছন্নছাড়া মনের সন্ধ্যালোকে
ক্রমাগত ঘটে সুরম্য স্নায়ুযুদ্ধ।
.
আমি বারবার পরাজিত হই
সুস্মিতার চন্দনমাখা অঙ্কুশে-
সেঁজুতির রূপালী আভায়
তাকে নিয়ে হয়-
সহস্র উচ্ছৃঙ্খল সুস্নাত,
চিত্রফলকে নতুন করে আঁকি
জীবনের হালখাতা।