আজ আর কবিতা নয়;
অন্য কিছু চাও!
দীর্ঘ কোন রাত, ছোট্ট কোন গিফট।
তোমার এক একটা চাওয়ায় আমার হ্রদয়ে জন্ম নেয় লক্ষ কোটি কবিতা, ভাবতে ভাবতে আমি হারিয়ে যাই সন্ধ্যার বাতাসে।
.
আজ আর কবিতা নয়;
অন্য কিছু চাও!
এক ফালি চাঁদ, এক মুঠো নীল জ্যোৎস্না।
আজ পৃথিবীর কপাট খুলে জ্যোৎস্নায় ভিজবো দু-জন, নীলের দিগন্ত ফেড়ে লুঠাবো বাঁকা চাঁদ।
.
আজ আর কবিতা নয় ;
অন্য কিছু চাও!
সবুজ কোন ঘাস, শীতের প্রথম কুয়াশা।
সবুজ ঘাসের উপর পড়ে থাকা পাতার ন্যায় তুমি মাথা রাখবে আমার বুকে, আর প্রতিটা শিশির কণা থেকে জন্মাবো এক একটা বেহুলা বসন্ত।
.
আজ আর কবিতা নয় ;
অন্য কিছু চাও!
নির্জন কোন পথ, রূপালী জলের কোন ঝিল।
তারই পাশে থাকা এলোকেশী বনে
কিশোরীর ঘুঙুর পায় নাচবে ধবল বক, আজ স্নানে স্নানে সিক্ত করবো চারপাশ।
.
আজ আর কবিতা নয়;
অন্য কিছু চাও!
নতুন কোন আশা,নতুন ভালোবাসা।
তোমার এক একটা চাওয়ায় জীবন্ত হয়ে উঠে রাতের আকাশ, তাই বারবার তোমার মাঝেই খুঁজে ফিরি অমৃতের সুখ।