নদীর তীর ঘেষে কতকগুলো বাড়ী দাড়িয়ে।
বাড়ী! না কোন ধ্বংস স্তূপ ?
তার পাশেই জীর্ণ শীর্ণ তাবু টাঙ্গিয়ে বসবাস করছে ভিটে মাটি হারা একদল মানুষ।
নদীর অতল গহ্বরে বিলীন হয়ে গেছে তাদের বেচে থাকার শেষ সম্বলটুকু।
.
আজ ওদের দেখার কেউ নেই, পাশে দাড়ানোর মতো কোন নেতা নেই।
.
কেন নেই?
ওরা যে বিরাট এক নেই রাজ্যের ভাসমান বাসিন্দে, ওদের শক্তি নেই, দেওয়ার মতো অর্থ নেই, বলার মতো যোগ্যতা নেই, ওরা যে সমাজে মানুষ বলেই গণ্য না, ঘেষবেন না ওদের সাথে নতুবা মর্যাদা ক্ষুণ্ণ হবে।
ওদের আর টিস্যুর মাঝে অনেক মিল; নেতারা প্রয়োজনের তাগিদে হাতে নেয় তারপর ফেলে দেয়।
.
অথচ এরাই সেই লোক যাদের শ্রমের বিনিময়ে লালিত হচ্ছে কোটি কোটি প্রাণ, লালিত হচ্ছে দেশ, জাতি,সমাজ, তুমি আমি সবাই।