বেকার যুবক থাকে
হেথা হোথা দাড়িয়ে
        কাম নেই কাজ নেই
         দিন যায় ঘুরিয়ে


জিজ্ঞাসু অতিথিকে
দেয় সে উত্তর
         চাকরি তো পাই না
         খুঁজে যাই দিনভর


ওখানে চলে খুব
দাদা-নাতি কারবার
       টাকার জোরটা ও
       লাগে বেশী দরকার


সততা আদর্শের
এখন আর নেই দাম
        ঘুষ পেলে ওরা সবে
         বলে শুধু রামরাম


যোগ্যতা সেতো কবে-
গেছে ভাই হারিয়ে
       এখন তাকে কেউ
       খুঁজে নাতো আহারে


আগামীতে হবে কী?
বসে বসে ভেবে যাই
       আফসোস মনেতে  
       ভয়ে ভয়ে কাতরাই।