নববর্ষের হর্ষপানে যাত্রা যখন বাড়ছিলো
মরমী মন কৃষকশ্রেণীর কষ্টের কথা ভাবছিলো।
রৌদ্রতাপে কিংবা ঝড়ে চাষীর এখন দিন যাবে
তবুও সে বেজায় খুশী নবান্নের এই উৎসবে।
শহর জোড়ে ইলিশ-পান্তা বিষাদ হয়ে নামছে যে
খুবলে খাওয়া সংস্কৃতি অদূর থেকে কাঁদছে যে।
বন্ধ এবার দাও করে হে ! অশ্লীলতার দ্বারগুলো
নতুন দিনের নতুন ক্ষণে শিষ্টাচারের হাঁক তোলো ।