ক্লান্তিকর এক সকাল!
স্নিগ্ধ বাতাস,নির্মল আকাশ, সূর্যের সতেজ রশ্মি,
চারদিক কেমন প্রেমময় মনে হয়,
তবুও আমার কাছে ক্লান্ত লাগে
বিরক্তিকর লাগে আশপাশ,
কারণ সকালের পরিবেশের  সাথে আমি
পরিচিত নয়,

আমার পরিচয় রাতের সাথে,
গভীর রাত আর নির্জন নিরবতার সাথে আমার
মিতালী,
আমার মিতালী ঐ চাঁদ তারার সাথে,
আমার জানালের কাছে দাড়িয়ে থাকা
সুপারি বৃক্ষদ্বয়ের  মাঝ ফাক দিয়ে দেখা ঐ
রাতের নীলের সাথে।

সকালের কাছে আমি অপরিচিত,
আমার কাছে ভোর মানে গভীর রজনীর শুরু,
কেননা তখন আমি থাকি অর্ধমৃত,
সকালের সমীরণ বায়ূ, বিমুগ্ধ কোলাহল,
আমাকে কোনো দিন স্পর্শ করে নাই,
অবচেতন দেহে কেউ কি ভালোবাসা
জন্মাতে পারে বলো?
এখন মন বলে গভীর রাত জেগে থাকার জন্যে
নয়,
আর মনোরম সকাল ও নয় ঘুমানোর জন্যে।
পরিবর্তন  করতে  হবে অভ্যাস,  রুচি, রুটিনের,
পরিবর্তিত হতে হবে নির্ঘুমতা ঘুমে
আর ঘুম নির্ঘুমে,
ভালোবাসা জন্মাতে হবে  স্বচ্ছ  সকালের বুকে।