প্রতিদিনের হাজারো প্রার্থনা
যা আমার স্বপ্নের সাথে সম্পৃক্ত
ব্যার্থ ফিরে আসে রোজ।
শুধু একটি তোমার চরণ ছুঁয়ে আসে,
আর তাই প্রত্যহ মৃত্যু উপত্যকা পেরিয়ে
আমি ফিরে আসি নিজের নিশ্চিন্ত বিছানায়
মনকে বলি-দেখো আমি বেঁচে আছি।
পরিত্যক্ত বাড়ির মত আমাদের পৃথিবী
দেওয়াল জুড়ে অবক্ষয়ের শিকড়-
তবু, চারদেওয়ালের মধ্যে স্বপ্ন জন্ম নেয়
একটি প্রার্থনা রোজ তোমার চরণ ছুঁয়ে আসে।
আমি মৃত্যু উপত্যকা পেরিয়ে বাড়ি ফিরে
সন্তানের কপালে চুম্বন করি
মনকে বলি-দেখো কেমন বেঁচে আছি।