বায়ু বয়ে বাজিয়ে গেল
হাজার সুরের বাজনা
ও, মন তুই কপাট খুলে
বাইরে এসে দেখনা।
যে সুরে তোর মাতন লাগে
সে সুরে বাঁধ গান
লক্ষী মন, একটি বার
রাখনা কবির মান।
দেখনা খুঁজে কোথায় আছে
নতুন কোন রত্ন
আকাশ গাঙে মেঘের ভেলার
কে করে রোজ যত্ন।
বনের পথে ঘুরে ঘুরে
আন না নতুন পাতা
আমি কবি আঁকব বলে
সাজিয়ে আছি খাতা।
কোন শব্দের অলঙ্কারে
কোন ছন্দের সাজে
কবির প্রিয়া জাগবে উঠে
কবির হৃদয় মাঝে
বলনা কেমন দেখতে তাকে
কোন প্রকৃতির দান
লক্ষী মন একটি বার
রাখিস কবির মান।