কাল যেখানে কথা হ​য়েছিল শেষ​
র​য়ে গিয়েছিল না বলা কথার রেশ​,
আজ সেখান থেকেই শুরু করি যদি
মোহনার কাছে থমকে দাঁড়ায় নদী।
কথা নুড়ি যত পাহাড়িয়া পথ বেয়ে
এনেছিল ব​য়ে ব​য়ে
তাই ভেঙে ভেঙে যায় পলি হ​য়ে,
এক কথা ভেঙে হাজার কথার মালা গাঁথি।
কথা নিয়ে যাই
কথা দিয়ে যাই কাল বিকেলে
বলবো কথা সাগরে তোমার দেখা পেলে।
সাদা ফেনা সব​
করে কলরব​
কথা দিয়ে যাও
শুনতে কথা আসবে, বালুর আসন পাতি।