ঘুরতে ঘুরতে ঢুকে পড়ি নাভির ভিতর
কানাগলি, কেমন করে ফিরবো?
এখানেই বসে না হয় সদ্যজাতের
ফেলে যাওয়া খাবার খুটে খাবো।
আড়াল থেকে সব দেখেছি
কার বুক , কার হাতে শাণিত তলোয়ার
মাটিতে পড়ুক , বাতাসে জমুক
তারপর বাসি রক্তে সেরে নেব আহার ।
খবর পেলাম প্রথম আমি
বাতাস এসে দিলো
"পুকুর ধারে লাশটা পড়ে"
কালকে যাকে বাড়ি থেকে তুলেছিলো।
এমনি করে বাতাসে ভর করে ভাসি
ফেলে যাওয়া উচ্ছিষ্টে প্রতিদিন
ভাগ বসাতে আসি।
তবু তোমরা কেন বলো?
কানামাছি ভোঁ ভোঁ
নাকের ওপর বসলে এবার
ঝাঁটার বাড়ি দেবো।