(১) ঈশ্বরের বাগানে দেখি
বহু রঙে ফুটেছে গোলাপ
পাঁপড়ি ছিড়ে সুখ হয় যদি
ক্ষমা কোরো অজান্তের পাপ।
(২) শুধু আকাশ রেখেছে খবর
তার জন্য কত কত ঘুরেছি একলা
বৃষ্টি এসে হাত ধরেছে
যখন হৃদয় বিরহে মেঘলা।
(৩) অনেকটা তুই বদলে গেছিস
যেমন করে পাশের বাড়ির টালির চাল
হঠাৎ করে তিনতলা,
বদলে গেছে ভোরের বেলায়
চুপিচুপি ফুল তোলা।
(৪) আমি রাস্তার কাটা ফল নই
সংক্রমণের ভয় আছে-
ভালোবেসে বা রাগ করে দাও
জল পেলেই গাছ বাঁচে।
(৫) লাটাই থেকে ছিন্ন হলে ঘুড়ি
সে আর আসেনা ফিরে বাড়ি।