আজ যে চাঁদের আলোয়
জ্বলছে মায়ের চোখ
আজ ঘর যে তার
ভীষন রকম ফাঁকা
আজ মায়ের অঢেল সময় হাতে
ছড়িয়ে ছিটিয়ে ডলি সোনার খাতা।
আজ যে মায়ের বকার কাজে ছুটি
আজ যে মায়ের গলার কাছে প্রাণ
আজ যে মায়ের কোলের ভার শুন্য
আজ যে মায়ের পথ চাওয়ার অবসান
বলে গিয়েছিলো স্কুল থেকে
ফিরে এসে,
মায়ের কাছে শিখবে উলবোনা।
কেমন করে মনকে বোঝায় মা
ডলি সোনা আর ফিরে আসবেনা।
মাথার যত দুষ্টুবুদ্ধি গুলো
বাসের চাকায় দুমড়ে মুচড়ে গেলো।
মাকেও দুমড়ে মুচড়ে দিলো।