উইপোকায় যেমন করে
খুবলে খায় পৃথিবীর শরীর,
অনেক দিন ধরে
একটু একটু করে
নদী যেমন খুবলে খায় পাড়
প্রত্যাশা তেমন করে খুবলে খায় প্রেম।
মৃত জীবনের নাড়িভুড়ি নিয়ে
সময় কাক ছিঁড়ে ছিঁড়ে খায়
বহু স্বপনে লালিত বাসর
গলিত লাভার স্রোতে ভেসে চলে যায়।
যুগ যুগ ধরে ধ্বংসের হাতে
ধর্ষিত হয় সৃষ্টি
যেমন করে সবার অগোচরে
অন্ধকার কোণে।
আসে সুনামি, আসে টর্নেডো, আয়লা
লালসার হাতে গণধর্ষিত প্রেম।
ছিনে জোঁকের মতো রক্তচোষার দল
প্রতিদিন শুষে নেয়
আমাদের কুড়িয়ে পাওয়া কেড়ে পাওয়া হাসি।
তবু ধ্বংস তোমার হাতে শেষ হবে জেনেও
নববধূর সাজে
সেজে ওঠে সৃষ্টি।
অন্ধকার সেই ঘরে
নারী যেমন আত্মসমর্পণ করে।