বলেছিলে আমার বাঁ হাত ধরে
পূর্ব পাড় দিয়ে হেঁটে এসো,
আর আমি বোকার মত বসে রইলাম
পশ্চিমের পাড়ে।
তুমি বয়ে গেলে কলকল করে-
আমি ভাঙছি তো ভাঙছি
আর ভাঙছি।
অস্তাচলের রামধনু নৌকা
আমায় কতো ডাকলো
"তুমি বৃথা বসে আছো বন্ধু
ও যে কারোর জন্য দাঁড়ায়নি কখনো"।
আমি কি করে বোঝাই
পশ্চিমপাড় ভাঙ্গে বলে
সেখানে কি স্বপ্নের সংসার কেউ পাতেনা!
তুমিও তো ভাঙছো
গভীরে আরও গভীরে।
আমি ডুবছি তো ডুবছি
আর ডুবছি-