সবাই তোমার মুখোশ দেখে আত্মহারা
আমি তোমার মুখ দেখেছি।
চাঁদনি রাতে কেউ ছিলনা
নিজের ছায়ায় ভয় পেয়েছি।
এই তো সুখের ফস্কা গেরো
ভেতর ঘরে জমাট নাটক,
রাজা তুমি ন্যাংটো কেন?
মহোল্লাসে হাসছে বালক।
তুমি যত ভাবছো দূরে
আমরা ততই কাছাকাছি,
সবাই তোমার মুখোশ চেনে
আমি তোমার মুখ দেখেছি।