মাঝে মাঝে আমার ইচ্ছা জাগে
সাজানো সিঁড়ি বেয়ে দো-তলা তিনতলায় উঠি
কিন্তু কি যে হয়!
একতলার সিঁড়িতেই আমি থমকে দাঁড়াই।
আমার পা আটকে যায়।
পাশ দিয়ে সবাই উঠে যায় তরতর করে।
কোনো এক জুজুর ভয়ে
নেমে আসি সমতলে,
কবিতার খাতা খুলে
হিজিবিজি আচঁড় কেটে যাই।
তখন দোতলা-তিনতলা-পাঁচতলার
ব্যালকুনি থেকে সবাই হাত নেড়ে ডাকতে থাকে।
আমি ইঙ্গিতে খাতা খুলে জানাই
আমিও এখনি একটা কবিতা লিখেছি
কিন্তু আমার সমতলে
আমি কোন পাঠক পাই না।