তুমি নিঃসঙ্কোচে বলো
আর কতটুকু আয়ু দেখতে পেলে
পৃথিবীর করতলে ?
আমরা আর ভয় পাচ্ছিনা,
ঘরে বাইরে এত মৃত্যুর হাতছানি!
বারবার চোখ রাঙালে
কারোর আর ভয় থাকে বলো!
একটা বোধের কাছে সমস্ত শরীর নিয়ে
ঝুঁকে পরি রোজ,
মাথা নোয়াই,
শিড়দাঁড়া বেয়ে রোমাঞ্চ নামে।
আমরা এখনো বেঁচে আছি।