সকাল আর দুপুরের মাঝে অদ্ভুত এক ভালো লাগা সময় আছে যখন আমি উরে যাই মুখ নিচু করে।
ডানা ঝাপটাই
না না ঝাপটাই হাত ।
দেখি আকাশে এক গুচ্ছ মন খারাপ
সূর্য তার দম্ভে স্থির ; মাঝে মাঝে আড়চোখে দেখে নিচ্ছে আমার রহস্যময় উরে যাওয়া ; উড়ন চণ্ডী আমি ।
অন্তর্ভেদী বাতাসে আমি স্থান পাল্টাই না
রূপ পাল্টাই , এখন যেমন বহুরূপী এক পাখি আমি।
আমার পাশ দিয়ে এইমাত্র উরে গেলো এক ফিনিক্স ;
বিনিময় হলো ভাবের । বলতে পারো আমার পূর্ব জন্মের কথা ? পুড়ে যাওয়ার আগে চিনতে কি আমায়? সে বলল পুনর্নবীকরণ নদী টির নাম
নীল জলরাশি তার
আমাদের ছায়া পরে !
আমার ঠাকুরদা স্নান করতে আসতেন এই ঘাটে
জলে আমি গা ছোয়াই
বালি মাখি পাড়ে গিয়ে
মুক্তো মুঠো বালি ।
আবার ঝাপটে ফেললাম ডানা
আমারই মতো এক পাখির সাথে আলাপ। আইকারাস ।
গ্রীসের আকাশ থেকে পথ ভুলে উরে আসা এক মানুষ পাখি। এক গাল হাসি, সে বলল খুব সকাল সকাল উড়তে বেরোয় সে , তার হাতের কাছে লাল রক্ত দাগ।
অনেক বার পড়ে গিয়েছে সে । শক্ত মাটির টিকলো পাথর । ভয় দেখায় আমাকেও।
পড়লে আইকারাস, পুড়লে ফিনিক্স ।
সহজ বাংলা হিসেব।
সূর্য এখনও তার দম্ভে স্থির ; মাঝে মাঝে আড়চোখে দেখে নিচ্ছে আমার রহস্যময় উরে যাওয়া ;
উড়ন চণ্ডী আমি।