তিন সেকেন্ডের বিজ্ঞাপন
এক নজরে খবর

জানালা ডাকলো ওপাশ থেকে
গাছের তলায় কবর

ফোয়ারা আর ফিনকি
লাল পলাশের রক্ত করবি

তোরা কি আর চিন তি?

অনেক নবীন
অনেক নবীন

নবীনরা খায় নিমকি
টুকরো খবর, জবর খবর
তোরা কি আর শুন তি?