আমিই প্রথম শুনেছিলাম যুগের আকাশবাণী
জীবন খেয়ায় খেই হারিয়ে খুঁজতে আমি জানি ।
একাই আমি বসত গড়ি আমার মাঝের দেশে
ফকির যেথায় বাউল বানায় দেয়াল ভাঙতে এসে ।
বতিচেল্লির ঝিনুক পানে অনেক দিলাম উঁকি
মুখোশ পরে হব না আর আমার মুখোমুখি ।
ভদ্রতার এই মোড়কটাকে তোরঙ্গেতে তুলে
গোগ্রাসে আজ জীবনটাকে গিলব বাঁধন খুলে ।
ও তরুণী আর কেঁদো না একলা সাঁঝের বেলা
তোমার সাথে খেলব এবার সর্বনাশের খেলা ,
শিরায় শিরায় আজকে শুধু আগুন বাঁধে দানা
মাংসপেশির ছোবল ছিঁড়বে প্রেমের শামিয়ানা ।
রাখবো না আর কাঠের পুতুল আমার ঠুনকো ঘরে
নিজেকে আজ চিনতে শিখেছি হাজার বছর পরে ।