ভোরের আলো দিচ্ছে উঁকি আমার খোলা জানালায়
✍-উজ্জ্বল সরদার আর্য
ভোরের আলো দিচ্ছে উঁকি আমার খোলা জানালায়,
হৈমন্তিক হাওয়ায় গন্ধ তোমার, জাগা'লো হৃদয়।
চেনা সুরে সকাল বেলার উঠলো বেজে ভৈরবী,
অর্ঘ দিয়ে স্বাগত জানাই তোমায় হে রবি,
বিরহ মনে কবিতার ভুবনে
নয়ন মেলেছে কবি-
আঁকি আমি ছবি রক্তের কালিতে তোমার বেদনায়।।
আঁধারে ঘেরা জীবন যে আমার,
মিছে প্রদীপ প্রাতে জ্বালিও-না আর।
বিশ্বাসের দুয়ার ভেঙে যে পালিয়েছে,
আসবে না সে ফিরে -তবু প্রাণ আশায় বাঁচে।
দিন শেষে রাত আসে রাত শেষে দিন,
ফুল ঝরে ফুল ফোটে প্রাতে ভুবন হয় রঙিন,
তাই আছি পথ চেয়ে বেলা শেষের গান গেয়ে
অশ্রু ঝরিয়ে ডেকেছি কত তোমায়।।
✍-উজ্জ্বল সরদার আর্য (গীতিকাব্য)
রচনাকাল ৩ নভেম্বর ২০১৯ সাল
বাংলা ১৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ (রবিবার)।
দাকোপ খুলনা বাংলাদেশ।