ভোরের আকাশে মেঘ জমেছে বিদায় ব্যথা বুকে
    ✍-উজ্জ্বল সরদার আর্য


   ভোরের আকাশে মেঘ জমেছে বিদায় ব্যথা বুকে,
লোলিত রাগে জাগানো প্রাণ আজ কেঁদে যায় শোঁকে।
                 শরত শিশিরে শিহর শরীরে
                   শিউলি সকালে যায় ঝরে
           তবু গন্ধ রেখে যায় আকুল হাওয়ায়।
                   যদি যেতে চাও যাও চলে,
                দেবনা বাধা অশ্রুজলে তোমাকে।
     ভোরের আকাশে মেঘ জমেছে বিদায় ব্যথা বুকে।।

       আসবে আবার এমন দিন, শরত রঙিন রঙমহলে-
              হিমেল হাওয়ায় আসবে তুমি কাশ দুলে।
                    ঘুচবে আঁধার জ্বলবে আলো,
                     কুজন দলন আজকে হলো,
              তোমার কলম মায়ায় আঁচল ছায়ায়  
                ঘুমায় প্রাণ ওরা অপেক্ষায় থাকে।
       ভোরের আকাশে মেঘ জমেছে বিদায় ব্যথা বুকে।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-৬ অক্টোবর ২০১৯ সাল
বাংলা- ২১আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (রবিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।