ভালবাসলে যায় না গো ভোলা
✍-উজ্জ্বল সরদার আর্য
ভালবাসলে যায় না গো ভোলা
ভুলতে চেয়েছি যারে সে আছে অন্তরে
ক্ষণে-ক্ষণে হৃদয়ে দেয় দোলা।
তাই ছুটে যাই বারে-বারে
দেখতে তারে,
অপেক্ষায় যায় বেলা --
ওগো প্রিয়তমা বুঝলে না আমারে
কতদিন হয়ে গেলো আছো দূরে
বেদনা সহিতে আর পারি না বুকে জ্বালা --
ভালবাসলে যায় না গো ভোলা।
যে ফুল ঝরে গেছে
তার জন্য মন কেন এত ব্যাকুল আছে?
বুঝি না আমি বুঝি না
বুক ভরা বেদনা শুধু সে দিয়েছে।
আজ রাত কাটে না আর
ঘুম আসে না আমার,
শয়নে-স্বপনে এই প্রাণে সে করে খেলা---
নয়নের জলধারা শুধু ঝরে যায়
যত ভুলি তত সে মায়া বাড়ায়,
নির্জনে মনে বেদনা বাসা বাঁধে
করলে তুমি হেলা---
ভালবাসলে যায় না গো ভোলা।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৯ জানুয়ারি ২০২১ সাল,
বাংলা ৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।