ভালোবাসায় কষ্ট নেই
✍-উজ্জ্বল সরদার আর্য
সুনীল সীমাহীন আকাশ, তবু বুকে মেঘ জমে ওঠে
রৌদ্র উত্তাপে।
সহসা বাতাসের তীব্রতা, আর বৃষ্টির কোলাহল নৃত্যের
সাথে নীলাঞ্জনার ঝলকানি, নিদ্রিত নয়নকে জাগিয়ে
বলে যায় আমার মন ভালো নেই।
অন্তহীন জীবন, তবু আশা আকাঙ্ক্ষা অপূর্ণতায়
ব্যথা জাগে বুকে।
নিস্তব্ধ রজনীর অন্ধকারে আকুল আঁখির জলধারা
পৃথিবীর বুক প্লাবিত করে জানিয়ে যায়,
সময় জীবনকে করেছে নিষ্ঠুর অসহায়।
অসীম সিন্ধু, তবু ক্ষণে-ক্ষণে ওঠে বুকে তার উত্তাল ঢেউ!
ভালোবেসে সকলে শুধু আঘাত করেছে তাকে,
নূপুর পায়ে পদচিহ্ন এঁকেছে বালুময় বুকে,
ঝিনুক কুড়ানোর ছলে।
তাই সমস্ত স্মৃতি জলে ধুয়ে সে আবারো পবিত্র হতে চায়।
কিন্তু ক্ষুদ্র প্রেম মুখর মুরলী, যে শুধু সুরের মূর্ছনা ছড়িয়ে
মোহিত করতে শিখেছে অপরকে,
মোহগ্রস্ত হয়ে দুঃখ পোষা তার স্বভাবে নেই।
এবং বৈচিত্র্যময় বৈরাগ্য পৃথিবী, যে শুধু সৃষ্টি সুখে সুন্দর।
দান দিয়েছে, বিনিময়ে কখনো কিছুই চাইনি সৃষ্টির কাছে।
প্রভাতীর ফুল হক অথবা গোধূলির,
সে সকলকেই স্থান দিয়েছে বুকে।
রচনাকাল ৫ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
১৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।